Home » জেলার খবর » বক্রেশ্বর ধামে কুমারী পূজা

বক্রেশ্বর ধামে কুমারী পূজা

বক্রেশ্বর : ৫১ সতীপিঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর । এখানে সারাবছর বিভিন্ন স্থান মানুষের সমাগম ঘটে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব উপলক্ষে।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রামনবমিতে এখানে কুমারী পূজাও আনে এক অন্য মাত্রা। প্রতি বছর রামনবমিতে এখানে কুমারিপূজার আয়োজন করা হয়। এবছরও তার কোনো রকম খামতি ঘটেনি। বিশাল ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল কুমারিপূজা। কুমারিপূজাকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
ছবি ও তথ্যঃ সুমন্ত চৌধুরী

Comments