Home » অন্যান্য » খুচরো নিয়ে বিক্ষোভ

খুচরো নিয়ে বিক্ষোভ

সিউড়ি : আজ সিউড়ির ব্যবসায়ীরা মিলিত ভাবে প্রশাসন ভবনের সামনে এক বস্তা খুচরো ঢেলে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ মহাজন থেকে আরম্ভ করে খরিদ্দার , ব্যাঙ্ক কেউই খুচরো নিতে চাইছে না। এত এত খুচরো নিয়ে তারা কি করবেন খুঁজে পাচ্ছেন না। দিনের পর দিন তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। ব্যবসার মূলধন নিয়েও সমস্যার শেষ নেই। একটা পরিমান মুলধন পুরোপুরি ভাবে ঘরে ভরে রেখে দিতে হচ্ছে। এই সমস্যা নিয়ে ব্যবসায়ীরা ডি.এম. অফিসের সামনে জমায়েত করেন এবং এর সমাধানের জন্য একটি ডেপুটেশন জমা দেন।
ছবি ও তথ্যঃ প্রহ্লাদ সাহা

Comments