Home » জেলার খবর » নাবালিকা কন্যাশ্রীর বিয়ে রুখতে এগিয়ে এলো আর এক কন্যাশ্রীর

নাবালিকা কন্যাশ্রীর বিয়ে রুখতে এগিয়ে এলো আর এক কন্যাশ্রীর

বোলপুর থানা এলাকার রজতপুর গ্রামের পনেরো বছর বয়সী নাবালিকা কন্যাশ্রী মেয়ে খুশি খাতুনের বিয়ে দেওয়া হচ্ছিল বিহারের বাসিন্দা সকিব সেকর সাথে।এই খবর পায় রজতপুর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের প্রেসিডেন্ট। খুশির সহপাঠী শাবা পারভীন।
দেরি না করে, বিষয়টি সঙ্গে সঙ্গে জানান স্কুলের প্রধান শিক্ষকে। প্রধান শিক্ষক যোগাযোগ করেন চাইল্ড লাইন ও প্রশাসনের সাথে। রাতের মধ্যেই শাবা স্থানীয় প্রশাসন, চাইল্ড লাইন ও প্রধান শিক্ষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পরেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখে বিয়ের অনুষ্ঠান তখনো চলছে। সঙ্গে সঙ্গে সেই বিয়ে বন্ধ করে প্রশাসন। পনেরো বছর বয়সী শাবার এই সৎসাহস দেখে খুবই খুশি তার স্কুলের সহপাঠী, শিক্ষক ও জেলা শাসক পি মোহন গান্ধীও।

গতকাল নির্মল বিদ্যালয়ের অনুষ্ঠান চলছিল সিউড়ি ডি.আর.ডি.সি. হলে।সেখানেও উপস্থিত ছিলেন শাবা। এই কাজের জন্য জেলা শাসক শাবাকে মঞ্চে ডেকে এক বিশেষ সম্মাননা প্রদান করেন এবং তিনি জানান শাবার মতো মেয়ে সব গ্রামে ও সব স্কুলে দরকার। তাহলে আমাদের সমাজে বাল্যবিবাহ বলে কিছু থাকবে না।
ভিডিও শুভদীপ পাল

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments