Home » জেলার খবর » ৮ ফুট ২ ইঞ্চির কাবুলিওয়ালাকে দেখতে হৈচৈ

৮ ফুট ২ ইঞ্চির কাবুলিওয়ালাকে দেখতে হৈচৈ

জেলার সদর শহর।  আর তাঁর সব থেকে ব্যস্ততম
এলাকায় হঠাৎ মানুষের ছোটাছুটি। চারিদিক থেকে মানুষ আসছেন। অফিসে কাজ কর্মরত লোকজন  বাইরে চলে আসছেন। ভুমিকম্প নয়, না কোনো দুর্ঘটনা নয়, কোনো
জন্তু জানোয়ার দেখতে বা তাঁর ভয়ে ছোটাছুটি নয়। এক বিশালাকৃতি ভিনদেশী
মানুষকে দেখা এবং তাকে মোবাইলে ফ্রেম বন্দি করার জন্য সকলের হুড়োহুড়ি।
তাঁর জন্য পথে পুলিশকে পর্যন্ত নামতে হল। সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে
হল তাঁদের।
শের খান। বাড়ি আফগানিস্থানের কাবুল  এলাকায়। ভিনদেশী এই
পাঠানের এতটাই উচ্চতা তাকে এক পলক দেখাও তাকে মোবাইলের ক্যামেরা বন্দি করার জন্য সাধারন মানুষের ছোটাছুটি হুড়োহুড়ি।  বৃহস্পতিবার সিউড়ি শহরের
জেলা পুলিশ সুপারের সদর কার্যালয়ে শের খান তাঁর ভিসার মেয়াদ বৃদ্ধির
আবেদনের জন্য আসেন। শহরের ব্যস্ততম ওই এলাকায় জেলা শাসকের কার্যালয়,আদালত, জেলা পরিষদ সহ আরো কয়েকটি  অফিস আছে এখানে।  সপ্তাহের
কাজের দিন তাঁর উপর অফিস টাইম। বহু মানুষের আনাগোনা তো ছিলই। তাঁর সঙ্গে ওই বিশালাকৃতি মানুষ টিকে দেখার জন্য ছোটাছুটি। জানা গিয়েছে তাঁর উচ্চতা
৮ ফুট ২ ইঞ্চি। পৃথিবীর সব থেকে বড় মানুষ তুর্কির  সুলতান কোশেন তাঁর
থেকে মাত্র ১ ইঞ্চি বেশী লম্বা।  অর্থাৎ কোশেনের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি।
তাকে কাছ থেকে দেখার সুযোগ না হলেও তাঁর থেকে   সামান্য কম উচ্চতার মানুষ
টিকে দেখা সুযোগ হাতছাড়া করতে  চাইলো না কেউ।  মানুষের এত ভিড় যে সিউড়ি
থানার পুলিশকে সেই ভিড় সামাল দেওয়ার জন্য আসতে হলো। পুলিশ সূত্রে জানা
গিয়েছে শের খান ব্যবসার জন্য বীরভূমের বোলপুর শহরে থাকেন। তাঁর ভিসার
মেয়াদ আগামি নভেম্বর মাস পর্যন্ত। নিয়ে এক টানা  কোনো বিদেশী ভারতে
থাকতে পারেনা। কিছু দিনের জন্য দেশে গিয়ে ফের তাকে আসতে হয়। শের খানেক
যাতে এক টানা থাকতে দেওয়া হয় তাঁর জন্য জেলা পুলিশ সুপারের ভিসার অফিসে সেই আবেদন নিয়ে আসেন শের খান। যদিও পুলিশ তাঁর আবেদন এখানে নাকচ করে দিয়ে কোলকাতাতে যোগাযোগ  করতে  বলেছেন বলে জানা   গিয়েছে।

তথ্য কৌশিক সালুই।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments