Home » জেলার খবর » লুচি বোঁদে খেয়ে অসুস্থ ৫০

লুচি বোঁদে খেয়ে অসুস্থ ৫০


দুবরাজপুর : স্থানীয় সূত্রে খবর দুবরাজপুরের ইসলামপুর এলাকায় ১৯ শে এপ্রিল সাইফুল খাঁ নামে এক বাসিন্দার বিয়ে উপলক্ষে পাত্রী পক্ষের দেওয়া লুচি বোঁদে প্রতিবেশীদের মধ্যে বিলি করা হয়েছিল । এই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন এলাকার ৫০ জন বাসিন্দা। এদের মধ্যে কয়েকজন শিশুও আছে। শেষ পর্যন্ত ৩২ জনকে স্থানীয় দুবরাজপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ডাক্তারদের অনুমান খাবারে বিষক্রিয়ার ফলে এমন ঘটনা।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ

Comments