মা

জন্ম দিয়ে দেখালে তুমি
এই পৃথিবীর রূপ
পড়ার মধ্যে করতাম খেলা
থাকতে তুমি চুপ।

তোমার প্রেম, মায়া মমতা
আমার বুকে জাগায় ক্ষমতা।
তোমার চোখ আমাকে নিয়ে ,
নানা স্বপ্নে বিভোর
নানা অছিলায় তোমার উপর,
খাটায় কতো জোর।

তোমার ভালোবাসা আজও অকৃত্রিম,
পাই না কোনো যুক্তি
তোমার কোলে পাই গো আমি সকল, মনখারাপের মুক্তি।

আজও আমি ছোট্ট শিশু
তোমার কোলের খোকা
তোমার কাছেই থেকে মা, গো
ভালো ,মন্দ শেখা।

ছেলেকে ঠিক রাখতে গিয়ে,
ঠিক রাখনি নিজের শরীর
তোমার বুকের দুধে মা’গো
আজও রাখে উন্নত শির।

তোমার কাছে থাকব
আমি, চিরদিনই ঋণী
সদাই তুমি আরাধ্য দেবতা
থাকবে বলে আমি জানি।

বিষ্ণু মণ্ডল

Comments