Home » জেলার খবর » অন্ধকার থেকে আলোর পথে চার ছাত্র

অন্ধকার থেকে আলোর পথে চার ছাত্র

দৃষ্টিহীনতার প্রতিবন্ধকতা কে হার মানিয়ে এবার মাধ্যমিক পরীক্ষায় বসলো সিউড়ী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস এর চার ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশেষ ব্রেইল পদ্ধতির বই এবং কলকাতার হেনা বসু সোসাইটি ফর ভিজ্যুয়াল হান্ডিক্যাপড থেকে আসা রেকর্ড করা পেনড্রাইভের সাহায্যে পড়াশুনা চালিয়ে গেছে সিউড়ী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের এই চার ছাত্র। সাধারণ পরীক্ষার্থীদের থেকে ৪৫ মিনিট বেশী সময় পাবে এই ছাত্ররা। আজ পরীক্ষা শুরুর আগে বীরভূমের পুলিশ সুপার মহাশয় তাঁদের শুভেচ্ছা জানালেন। বীরভূম – লাল মাটির দেশের পক্ষ থেকেও তাঁদের এই অদম্য জেদ ও হার না মানা লড়াই কে হাজার সেলাম ও আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।

Comments