Home » জেলার খবর » বাস উল্টে মৃত এক

বাস উল্টে মৃত এক

ময়ূরেশ্বর : বাস ভর্তি পেসেঞ্জার নিয়ে দাতা সাহেবের মেলার পথে রওনা দিয়েছিল বাসটি। কিন্তু দুর্ঘটনা মাঝ পথেই। ময়ূরেশ্বরের কোটাসুরের কাছে উল্টে যায় বাসটি। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতীকী ছবি

Comments