Home » জেলার খবর » এশিয়ার বৃহত্তম কয়লা ব্লকের দায়িত্ব পেল রাজ্য

এশিয়ার বৃহত্তম কয়লা ব্লকের দায়িত্ব পেল রাজ্য


মহঃবাজার : এশিয়ার বৃহত্তম কয়লা ব্লক থেকে একক কয়লা উত্তোলনের দায়িত্ব পেল পশ্চিমবঙ্গ সরকার। বীরভূমের মহম্মদ বাজারের দেউচা-পাঁচামির ওই খনিতে কমপক্ষে ২১৫ কোটি টন কয়লা রয়েছে। এতদিন পাঁচটি রাজ্যের আওতায় ছিল এই কয়লা ব্লক। কয়লা উত্তোলনের জটিলতাও সে কারণে বেড়েই যাচ্ছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সেই জট কাটল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রকল্পে সব মিলিয়ে বিনিয়োগ হবে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হবে কয়েক হাজার মানুষের। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন তাপবিদ্যুৎ প্রকল্পে কয়লার ঘাটতিও আর থাকবে না বলে দাবি রাজ্যের।
তথ্যঃ বঙ্গ দর্শন

Comments