Home » জেলার খবর » মদ বিক্রি বন্ধের দাবিতে মহিলারা

মদ বিক্রি বন্ধের দাবিতে মহিলারা

মহঃবাজার : এলাকায় মদ বিক্রি ও মদ তৈরি বন্ধের দাবি জানিয়ে মহঃবাজার থানার দ্বারস্থ হলেন বৈদ্যনাথপুরের স্বনির্ভর দলের মহিলারা। ১৮ টি দলের মহিলারা যৌথভাবে এ ব্যাপারে সমাধান চেয়ে মহঃবাজার থানার ছোটবাবু উত্তম ব্যানার্জিকে লিখিত আবেদন জানায়। মহিলাদের পক্ষে কাকলি সিংহ জানান – এলাকায় মাদকদ্রব্য তৈরি ও বিক্রির ফলে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, মহিলারা লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। থানার ছোটবাবু উত্তম ব্যানার্জি জানান এ ব্যাপারে ধরপাকড় চলছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি ও তথ্যঃ দীপক কুমার দাস।

Comments