Home » জেলার খবর » ময়ূরাক্ষী সেচ ক্যানেল ভেঙ্গে বিপত্তি

ময়ূরাক্ষী সেচ ক্যানেল ভেঙ্গে বিপত্তি

বীরভূমের ময়ূরাক্ষী সেচ ক্যানেলের বাঁধ ভেঙে বিপত্তি। ক্যানেলের জল ঢুকছে বীরভূমের মহম্মদবাজারের মালাডাং গ্রামের জমিতে। জমিতে গ্রীষ্মকালীন ফসল নষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জল ঢুকতে পারে মালাডাং গ্রামেও। ঘটনাস্থলে সেচ দপ্তরের আধিকারিকরা।
বীরভূমের তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী উত্তর ক্যানেলে জল ছাড়া বন্ধ করা হলো। জলস্তর কমলে ক্যানেলের বাঁধ সারাই এর কাজ শুরু হবে।

Comments