Home » জেলার খবর » জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

মহঃবাজার,১৬ জুনঃ- জায়গার দখল দারিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ।। ঘটনায় তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত সমতির মহিলা সদস্য সহ দুই পক্ষের কয়েকজন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বীরভূমের মহম্মদ বাজার থানার সোতসাল গ্রামে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল পরিস্থিতি নিয়ন্ত্রনে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে জখম তৃনমূল কংগ্রেসের মহম্মদ বাজার পঞ্চায়েত সমিতির সদস্যা হলেন আরজিনা বিবি। এদিন দুপুরে একটি জায়গার দখল দারিকে কেন্দ্র করে আরজিনা বিবির পরিবারের সঙ্গে অন্য একটি গোষ্ঠীর ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা থেকে পরে মারামারি হয়। অভিযোগ আরজিনা বিবিকে বাড়িতে গিয়ে মারধোর করা হয়েছে ব্যাপক ভাবে। তিনি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর সোমজান শেখ, জমিরুল শেখ, রহমান শেখ আজারুল শেখ সহ কয়েক জন্য স্থান্য যুবকদের বিরুদ্ধে। এদিকে আরজিনা বিবির পরিবারও কয়েক জনকে মারধোর করেছে বলে পাল্টা অভিযোগ শেখ উস্মানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আমিরুল শেখের মাথায় ভোজালির কোপ দেওয়া হয়েছে বলে অপর গোষ্ঠী দাবি করেছে। স্থানীয় বাসিন্দা পিন্টু শেখ অভিযোগ করেন মসজিদের জায়গাতে দোকান আছে কয়েকটি সেই গুলি থেকে ভাড়ার টাকা দায় করতো আরজিনা বিবির শ্বশুর আব্দুল আলিম শেখ। সেটা নিষেধ করাতেই এই গণ্ডগোল হয়েছে। এদিকে আরজিনা বিবির আত্মীয় নুর আলম শেখ বলেন, ওই যায়গা টি কোন ভাবেই মসজিদের নয়। পিছনের জায়গাটি হল মসজিদের। সেটা মানতে চাইছেনা স্থানীয় কয়েকজন। তাছাড়া আমরা গ্রামে মেয়েদের স্কুল করার জন্য নিঃশর্তে জায়গা দিয়েছি। আমরা কেনো মসজিদের জায়গা দখল করতে যাবো।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments