Home » অন্যান্য » মেটেলা গ্রামে শুরু হল দুইদিন ব্যাপী ধর্মরাজ পূজার মেলা

মেটেলা গ্রামে শুরু হল দুইদিন ব্যাপী ধর্মরাজ পূজার মেলা

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকে মেটেলা গ্রামে দুদিনের জন্য শুরু হল ধর্মরাজ পূজার মেলা। গ্রামের শতাব্দী প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে সাজসাজ রব। এই দিনটির জন্য গ্রামের মানুষ অপেক্ষায় থাকে। আজ এই পূজার দিনে সারাদিন পূজা অর্চনা নিষ্ঠার সাথে পালন করে গ্রামের মানুষ। দুপুরে ভাড়া নিয়ে আসা হয়, প্রতিটি মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। মন্দিরের কাছকাছি জায়গা থেকে মন্দিরে ঘট নিয়ে এসে প্রতিস্থাপনের পরে আবারও পূজা অর্চনা শুরু হয়। আজ পূজার দ্বিতীয় দিনে এই পূজাকে কেন্দ্র করে চড়ক মেলা বসে। সন্ধ্যায় জিভে বান ছোড়া থেকে শুরু করে রাতভোর চলে চড়ক গাছে চড়ক প্রদক্ষিণ করা। পিঠের মধ্যে বাণ ফুঁড়ে হাত পা ছড়িয়ে এই প্রদক্ষিণ হয়। সবই ধর্মরাজ কৃপার মাধ্যমে সাধিত হয় বলে গ্রামবাসীরা জানান। এই চড়ক গাছে যারা ঘোরে তাদেরকে ব্রতী বলা হয়। দুইদিন ব্যাপী এই মেলাকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় পরিজনের সমাবেশ ঘটে। নানা রকম দোকানের সাথে নাগরদোলা , খাবারের দোকান, মনোহারি দোকান বসে। ধর্মরাজ পূজাকে কেন্দ্র করে এখানে উদ্যোক্তাদের উদ্যোগে বিশেষ ধর্মমূলক অনুষ্ঠানেরও আয়োজন থাকে।
ছবি, ভিডিও ও তথ্যঃ নয়ন দাঁ

Comments