Home » জেলার খবর » মানবিকতার নজির

মানবিকতার নজির

কীর্নাহার : রাস্তায় ঘুরে বেড়াতে থাকা এক পাগলকে বাড়ি নিয়ে এসে সেবা যত্নের মাধ্যমে সুস্থ করে মানবিকতার অনন্য নজির গড়লেন বীরভূমের কীর্নাহারের কৃপানাথ দাস।
সে প্রায় সাড়ে চার বছর আগের ঘটনা। রাস্তায় ঘুরে বেড়াতে দেখেন পাগলকে। তখন তিনি তাকে ওই ভাবে রাস্তায় ছেড়ে না দিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে। সেবা যত্ন শুরু করেন কীর্নাহারের কৃপানাথ বাবু ও তার পরিবার। আজ সাড়ে চার বছর পরের ঘটনা, সেই পাগল মহিলা আজ অনেকটাই সুস্থ। সেই মহিলার সাথে কথা বলে জানা গেছে তার পরিচয়। তিনি নাকি বসিরহাট, ভাবলায় বাড়ি, নাম সফিনা খাতুন।
ভিডিও ও তথ্যঃ প্রসেনজিৎ মালাকার
[uam_ad id=”3726″]

Comments