Home » জেলার খবর » মানবিক মুখ দেখলো শান্তিনিকেতনবাসী।

মানবিক মুখ দেখলো শান্তিনিকেতনবাসী।

বীরভূমের শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামে এক বৃদ্ধ সারা দিন নগ্ন অবস্থায় গাছের তলায় পড়ে ছিলেন।স্থানীয় বাসিন্দারা তাঁকে বেশ কয়েক ঘন্টা পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। তাড়াতাড়ি কাপড় জামা নিয়ে এসে নগ্ন দেহ ঢেকে দেন কিছু মানুষ। কয়েক জন যুবক বাড়ি থেকে খাবার নিয়ে এসে তাঁকে খাইয়ে দেন। এরপর গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে তাঁকে চিকিৎসার জন্য বোলপুর সিয়ান হসপিটালে পাঠান । বৃদ্ধর পরিচয়ের জন্য খোঁজ চালাছে শান্তিনিকেতন থানার পুলিশ।
ছবি তথ্যঃ আবির ইসলাম

Comments