Home » জেলার খবর » উৎসবে নতুনত্ব ‘তাল উৎসব’

উৎসবে নতুনত্ব ‘তাল উৎসব’

তাল-ঐতিহ্য নিয়ে উৎসব কদমডাঙ্গায়। জেলায় শুধু নয় রাজ্যেও প্রথম এমন উৎসব।

‘ওই দেখা যায় তালগাছ/ ওই আমাদের গাঁ/ ওইখানেতে বাস করে/ কানাবগির ছা…।’ বাংলাদেশের কবি খান মহম্মদ মইনুদ্দিনের প্রচলিত ছড়ায় যে বর্ণনা, গ্রাম বললেই চোখের সামনে সেই তালগাছের ছবি ভেসে ওঠে। রবীন্দ্রনাথ ‘তালগাছ’ কবিতাটি শৈশবে পড়েননি, এমন বাঙালিও খুঁজে পাওয়া কঠিন।

গ্রামবাংলার সঙ্গে তালগাছও দৈনন্দিন যাপনের সঙ্গে সমান ভাবে জুড়ে। তালপাতার পুথি থেকে শিশুদের খেলনা, সিপাই বাঁশি আবার বাড়ির ছাউনি থেকে বর্ষাতি, রস থেকে নানা সুস্বাদু পদ— গোটা গাছটাই কাজে লাগে মানুষের। এখন বিকল্প সব উপায় এসে যাওয়ায় গ্রাম বাংলার এই সুপরিচিত গাছটির কদর ক্রমশ কমছে। কমছে তাল গাছের সংখ্যাও। এমন সময়ে দাঁড়িয়ে তাল-ঐতিহ্যকে ফিরে দেখতে উদ্যোগী হল খয়রাশোলের গ্রাম কদমডাঙা। গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ, রবিবার ‘তাল উৎসব-১৭’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। উদ্বোধন করেন জেলাশাসক পি.মোহন.গান্ধী।গতবছর এই কদমডাঙ্গা গ্রাম রাজ্যের বুকে প্লাস্টিকমুক্ত গ্রাম হিসেবে পেয়েছে সরকারী তকমা।তালপাতার বাঁশীর সুর দিয়ে আজ এই উৎসব শুরু হয়।তালপাতার টুপি দিয়ে বরণ করা হয় অথিতিদের।তালের নানা রেসিপিতে সেজে ওঠে স্টলগুলি।তালপাতা দিয়ে সাজানো হয় মঞ্চ।বীরভূম নয় রাজ্যের বুকে তাল উৎসব প্রথম বলে দাবী করেন উদ্যোক্তারা।
ছবি, ভিডিও ও তথ্যঃ সুদীপ্ত গঁড়াই
[uam_ad id=”3726″]

Comments