Home » জেলার খবর » মল্লারপুর থানার উদ্যোগে সাইকেল যাত্রা

মল্লারপুর থানার উদ্যোগে সাইকেল যাত্রা

মল্লারপুরে নতুন গঠিত হয় থানার উদ্যোগে আজ সকালে একটি সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা শুরু হয় মল্লারপুর থানার নিমিতলা থেকে, শেষ হয় গদাধরপুর গ্রামে। প্রায় ৬ কিমি পথের এই সাইকেল দৌড়ে ছিলেন বীরভূম জেলাশাসক পি মোহন গান্ধী, জেলা আরক্ষাধক্ষ শ্রী নিলকান্তম সুধীর কুমার ও অন্যান্য অধিকারীকেরা, ছিলেন থানার ওসি, এছাড়া অংশগ্রহন ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের, বিভিন্ন স্থানীয় ক্লাবগুলিরও।
আজকের সাইকেল যাত্রার মূল উদ্দেশ্য ছিল – সেফ ড্রাইভ সেভ লাইভ, নেশামুক্ত সমাজ এবং সর্বোপরি শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া।
ভিডিও ও তথ্যঃ ভিক্টর
[uam_ad id=”3726″]

Comments