Home » জেলার খবর » পদুমা অঞ্চলে নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা

পদুমা অঞ্চলে নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা

দুবরাজপুর : দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চলের গাঁড়া গ্রামে আজ শুভ পূর্ণিমা তিথিতে গাঁড়া গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্ঠায় নবনির্মিত রাধাগোবিন্দের মন্দির , তার সাথে গৌড় নিতাই মন্দিরের প্রতিষ্ঠা করা হল। অনেকদিন থেকেই রাধাগোবিন্দের একটা মন্দির করার প্রচেষ্টা চললেও , এতদিনে প্রচেষ্টার একটা স্বার্থক রূপ পেল বলে জানা যায়। গ্রামে অনেক দেবদেবীর পূজার প্রচলন অনেক দিন থেকে চললেও সেই অর্থে রাধাগোবিন্দের কোনো মন্দির ছিল না।
কৃষ্ণ নামই শেষ কথা। সেই কৃষ্ণের নামের সাথে যাতে গ্রামের প্রতিটি মানুষ একাত্ব হয়ে ওঠে ও সাধন ভজনের মাধ্যমে নিজেকে একজন কৃষ্ণের ভক্ত মনে করতে পারে তার উদ্দেশ্যে সকাল থেকেই গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য গ্রামের প্রতিটি মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি ছিল। পূজা অর্চনার সাথে মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা ও হোম যজ্ঞের মধ্য দিয়ে রাধাগোবিন্দ মন্দির ও গৌড় নিতাই মন্দির প্রতিষ্ঠিত হল।
ছবি, ভিডিও তথ্যঃ নয়ন দাঁ
[uam_ad id=”3726″]

Comments