Home » জেলার খবর » মুসকান থ্রি প্রকল্পে উদ্ধার এক বালক

মুসকান থ্রি প্রকল্পে উদ্ধার এক বালক

কেন্দ্রের ফরমান মেনে শুক্রবার রামপুরহাট স্টেশন চত্বর ও লাগোয়া এলাকায় ‘মুসকান থ্রি’ প্রকল্পে অভিযান চালিয়ে এক বালককে উদ্ধার করে চাইল্ডলাইনের হাতে তুলে দিল পুলিশ, জিআরপি ও সিআইডি।
নিখোঁজ শিশুদের উদ্ধার করে সঠিক জায়গায় পৌঁছানোর উদ্দেশে ‘মুসকান থ্রি’ নামে এক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। সেই মতো এদিন স্টেশন চত্বর ও লাগোয়া এলাকায় সিআইডি, জিআরপি ও সাদা পোশাকে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে জয় রায় নামে এক দশ বছরের বালককে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই বালকের বাড়ি তারাপীঠে। তার বাবা মা নেই। বেশ কয়েক বছর ধরে সে স্টেশন চত্বরেই থাকে। এদিন তাকে উদ্ধার করে প্রথমে রামপুরহাট থানা ও পরে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাকে কাউন্সিলিং করে সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
তথ্যঃ বর্তমান পত্রিকা
[uam_ad id=”3726″]

Comments