Home » জেলার খবর » ঘুষকিড়া গ্রামে আক্রান্ত সিভিক পুলিশ

ঘুষকিড়া গ্রামে আক্রান্ত সিভিক পুলিশ

বীরভূমের মুরারই থানার ঘুষকিড়া গ্রামে আক্রান্ত সিভিক পুলিশ। পুলিশের একটি গাড়ি ভাঙচুর। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে এস ডিপিও এর নেতৃত্বে চলছে ব্যাপক ধরপাকড়।

জানা গিয়েছে, ঘুষকিড়া রাস্তার ধাড়ে ট্রাক লাগিয়ে ধোয়াধুয়ির কাজ করছিলো স্থানীয় কিছু ট্রাক ড্রাইভার। সেখানে এলাকায় মোতায়েন সিভিক পুলিশ গিয়ে ট্রাকের কাচ ভেঙে দেয় তারা। তারপরেও ট্রাক ড্রাইভার ও কিছু স্থানীয় মানুষ চড়াও হয় সিভিক পুলিশের উপর। তাদের মারধর করা হয় পরে সেখানে মুরারই থানার পুলিশ গেলে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে তারা। পরে ঘটনাস্থলে পৌঁছান রামপুরহাট এস.ডি.পি.ও এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। ঘটিনাস্থলে ব্যাপক উত্তেজনা, ঘরে ঘরে তল্লাশি পুলিশের।
ভিডিও ও তথ্যঃ প্রসেনজিৎ মালাকার

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments