Home » অন্যান্য » দুঃস্থ মেধাবীদের সাহায্যে মুখ্যমন্ত্রী তহবিল

দুঃস্থ মেধাবীদের সাহায্যে মুখ্যমন্ত্রী তহবিল

মুখ্যমন্ত্রীর শিক্ষা বিষয়ক তহবিলে আবেদন করলে দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সাহায্য পেতে পারেন। পড়াশুনা চালানোর জন্য এই তহবিল থেকে এককালীন দশ হাজার টাকা সাহায্য দেওয়া হয় আবেদনকারীকে। সরাসরি ছাত্র বা ছাত্রী নিজের পড়াশোনা চালানোর সমস্যার কথা জানিয়ে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রীকে।
ঠিকানা : CHIEF MINISTER, WEST BENGAL, 325 SARAT CHATTERJEE ROAD, SHIBPUR, HOWRAH 711102 । আবেদনকারী সংখ্যালঘু বা তফসিলি জাতি-উপজাতির হলে উল্লেখ করতে হবে।
★ চিঠির সঙ্গে চারটি নথি পাঠাতে হবে।
১- কোনো সংস্থা বা সংগঠন থেকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য পাইনি বলে ঘোষণা করতে হবে। সেই ঘোষণাপত্রে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সম্মতি জানিয়ে স্বাক্ষর করতে হবে।
২- স্থানীয় সাংসদ বা বিধায়কের সুপারিশ থাকতে হবে।
৩- আবেদনকারীর পারিবারিক আয়ের একটা সার্টিফিকেট। এটা নিতে হবে বিডিও, মহকুমাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা জেলাশাসকের থেকে। আবেদনকারী শহরাঞ্চলের বাসিন্দা হলে স্থানীয় পুরসভার সচিব বা কমিশনারের কাছ থেকেও নিতে পারেন এই সার্টিফিকেট।
৪- আবেদনকারীকে মাধ্যমিক বা পরবর্তী পরীক্ষার মার্কশিট -এর জেরক্স কপি এটেস্টেড করা পাঠাতে হবে।
[uam_ad id=”3726″]

Comments