Home » জেলার খবর » বীরভূমের মুখ উজ্জ্বল করল এক প্রতিবন্ধী ছাত্র

বীরভূমের মুখ উজ্জ্বল করল এক প্রতিবন্ধী ছাত্র

হাজারো প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ জেলার নাম উজ্জ্বল করলো গিরিধর মন্ডল। বাড়ী সিউড়ী থানার অন্তর্গত রণপুরে, সে সুরেন ব্যানার্জী উচ্চ বিদ্যালয়-এর ছাত্র । তার প্রাপ্ত নম্বর ৬৬১।(বাংলা – ৯২, ইংরাজি – ৯১, অঙ্ক-১০০, ভৌতবিজ্ঞান – ১০০, জীবন বিজ্ঞান – ৯৬, ইতিহাস -৯৫, ভূগোল – ৮৭)(বিদ্যালয়েও এমন নাম্বার প্রথম)। শারীরিক দিক দিয়ে যদিও সে একজন প্রতিবন্ধী , কিন্তু এই প্রতিবন্ধকতা তার সাফল্যকে হার মানাতে পারেনি। হাঁটা চলা করতে না পারা, স্কুলে যাওয়ার জন্য একমাত্র সম্বল তার দাদুই। বাবা একজন মুদিখানার দোকানের সাধারণ কর্মচারী।

এমন সাফল্যে খুশি বাবা মা দাদু থেকে শুরু করে স্কুলের শিক্ষক পাড়া প্রতিবেশী সহ জেলার প্রত্যেকটি নাগরিক।।
বীরভূম – লাল মাটির দেশের তরফ থেকে তার এই সাফল্যকে কুর্নিশ জানাই।

ছবি, ভিডিও ও তথ্যঃ – প্রহ্লাদ সাহা

Comments