Home » জেলার খবর » নির্মল বাংলা কর্মসূচি

নির্মল বাংলা কর্মসূচি

খয়রাশোল, বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও মিশন নির্মল বাংলা কর্মসূচী রূপায়ণ নিগরানি সমিতির পরিচালনায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাবুইজোড় গ্রামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে একগুচ্ছ কর্মসূচী রূপায়িত হল।
১. বৃক্ষরোপন, ২. ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার, ৩. রাক্তদান শিবির, ৪. মিশন নির্মল বাংলা কর্মসূচি ধারাবাহিক প্রচার ও রূপায়ণ।উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বীরভূমের জেলা শাসক মাননীয় পি. মোহন গান্ধী মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ঠ জনেরা।
ভিডিও ও তথ্যঃ সুদীপ্ত গঁড়াই
[uam_ad id=”3726″]

Comments