Home » জেলার খবর » নিখোঁজকে উদ্ধারে অক্ষম পুলিশ, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ

নিখোঁজকে উদ্ধারে অক্ষম পুলিশ, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি নিখোঁজ ছাত্রীর বাবার।
একমাস পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারিনি পুলিশ নিখোঁজ নাবালিকাকে।এই অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন নাবালিকার বাবা উপানন্দ মণ্ডল।রামপুরহাট থানার কুটি গ্রামে নাবালিকার বাড়ি।
তৃপ্তি মণ্ডল ,রামপুরহাট কলেজের BA প্রথম বর্ষের ছাত্রী।বাবা উপানন্দ মণ্ডল পেশায় কৃষিজীবী।দুই ভাই বোনের মধ্যে তৃপ্তি ছোট।
উপানন্দ বাবু বলেন গত ১৭ নভেম্বর রামপুরহাট কলেজ কন্যাশ্রী ফর্ম ফিলাপ করে বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তূ সন্ধ্যা থেকে রাত হয়ে গিয়েও বাড়ি ফিরে নি।সঙ্গে ছিল তার বান্ধবী জবা মণ্ডল।মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার।এরপর জবার বাড়িতে গিয়ে জবাকে জিজ্ঞাসা করায় জবা অস্বীকার করে।চাপ দেওয়ায় বলে গ্রামের বিশ্বজিত মণ্ডল,সিউড়ির জয়দেব মণ্ডল,ও নলহাটির শুভজিৎ মণ্ডল মোটর বাইকে করে তৃপ্তিকে তুলে নিয়ে যায়।
১৯ তারিখ রামপুরহাট থানায় অপহরনের লিখত অভিযোগ করে তৃপ্তির পরিবার।অভিযোগের ভিত্তিতে জবাকে গ্রেপ্তার করে পুলিশ।১৪ দিন পর জাবিনে মুক্তি মুক্তি পায়।
উপানন্দ বাবুর অভিযোগ পুলিশকে সবকিছু জানানোর সত্ত্বেও উদ্ধার করছে না পুলিশ।ওই তিন যুবক বিভিন্ন ফোন থেকে মেয়েকে মেরে ফেলার হুমকি দিচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য।ওই সমস্ত নম্বর আমি পুলিশকে দিয়েছি।পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন করে দেখে বেঙ্গালুরুতে আছে ওই যুবকরা।তাও তারা মেয়েকে উদ্ধার করার কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ।
তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি।
ছবি ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments