Home » অন্যান্য » নতুন ধরনের প্রতারণা থেকে সাবধান

নতুন ধরনের প্রতারণা থেকে সাবধান


হঠাৎ আপনার মোবাইলে দেখছেন একটি মেসেজ এলো। যেমন ব্যাঙ্ক থেকে এসে ঠিক সেরকমই। সেখানে লেখা আছে আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ডটি অসঙ্গতিকর ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আর সেটিকে খুলতে হলে এই নাম্বারে ফোন করুন।
এই মেসেজ দেখার পর আপনি যথারীতি চিন্তায় পড়তে পারেন এবং মেসেজে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর ফোন করলেই আপনার থেকে নেওয়া হবে এটিএমের বিভিন্ন তথ্য , যার মাধ্যমে আপনি হয়তো ভাববেন আপনার কার্ড আনব্লক হয়েগেল। কিন্তু হবে যেটা তাহল আপনার ব্যাঙ্ক খাতা থেকে টাকা চলে যাবে।
বিভিন্ন রকম ভাবে আমরা অনলাইন প্রতারণার কথা শুনে আসছি বহুদিন ধরে। আর এটি হল নতুন এক পথ। তাই আপনাদের কাছে অনুরোধ এইরকম মেসেজ পেলে কখনোই ফোন করবেন না, প্রয়োজনে আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে কথা বলুন।

Comments