Home » জেলার খবর » বাস উল্টে আহত ১৫

বাস উল্টে আহত ১৫

বাস উল্টে আহত হলেন কমপক্ষে ১৫ জন।ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কলিঠা মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে।আজ সকাল ৮:৩০ টা নাগাদ যাত্রী বোঝাই বাসটি নলহাটি থেকে বহরমপুর যাবার উদ্দেশ্যে রওনা হয়েছিল।হঠাৎ কলিঠা মোড়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় বাসটি।
স্থানীয়রা এসে যাত্রীদের উল্টে যাওয়া বাস থেকে উদ্ধার করে নলহাটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন।যাত্রীদের আঘাত বেশি না থাকায় প্রাথমিক চিকিৎসা করে সকলকে ছেড়ে দেন চিকিৎসকরা।বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে।
পরে নলহাটি থানার পুলিশ এসে বাসটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।তারপর যান চলাচল স্বাভাবিক হয়।
তথ্য ভিক্টর,ছবি রায়হান রিজা

[uam_ad id=”3726″]

Comments