Home » জেলার খবর » আবার রেল লাইনে বসে অন্যমনস্কতার খেসারত

আবার রেল লাইনে বসে অন্যমনস্কতার খেসারত

কলকাতায় রেল লাইনের উপর শুটিং করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত দুই ও আহত এক ছাত্রের পুনরাবৃত্তি বীরভূমের নলহাটিতে। এবছরই গত ১২ই ফেব্রুয়ারি এমন ঘটনার সাক্ষী ছিল কলকাতা সহ গোটা দেশ। একটি শর্ট ফিল্মের সুটিং করতে গিয়ে এমন ঘটনার শিকার হয়েছিল দুই যুবক। প্রাণে বেঁচে যান অন্য এক ছাত্র, যে কিনা ছিল ক্যামেরা হাতে। ঘটনাটি ঘটে ছিল শিয়ালদহ স্টেশনের কাছে বেলঘরিয়া ও দমদম রেলস্টেশনের মাঝে বেদিয়াপাড়ার কাছে রেল লাইনের উপর। ট্রেনের ধাক্কায় শৈশব দলুই ও সুনীল তাঁতি নামে দুই বিএ প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়। আর এবার নলহাটি। তিন বন্ধু রেল লাইনের উপরে বসে কানে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছিল ও ফেসবুক করছিল। সেই সময় ওই লাইনে এসে পড়ে মালগাড়ি। একেবারেই অন্যমনস্ক ছিল তারা সিনেমা ও ফেসবুক নিয়ে। ঘটনাটি গতকাল রাত্রির। জখমেরা নলহাটির এগারো নম্বর ওয়ার্ডের মোড়লপাড়ার বাসিন্দা সুমন খান, চার নম্বর ওয়ার্ডের পাথরকল পাড়ার প্রিয়ব্রত মজুমদার ও আশ্রমপাড়ার অর্পন মজুমদার। এরা তিন জনেই ছাত্র। মালগাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় তিন যুবক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামপুরহাট জেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কিন্তু এমন ঘটনা কেন ঘটছে বারবার। বিভিন্ন সংবাদ মাধ্যম বা অন্যান্য স্থানে এমন দুর্ঘটনার কথা বারবার চোখে এলেও কেন আসছে না সচেতনতা। কখনো রেল লাইনে সেলফি তুলতে গিয়ে, কখনো বা গান শুনতে শুনতে রেল লাইন পেরোতে গিয়ে প্রাণ যাচ্ছে কত মানুষের। তারপরেও কেন মানুষ সচেতন হচ্ছে না। এই দুর্ঘটনাগুলিকে নেহাৎই ভাগ্যের দোষ বলে মেনে নেওয়াটা মোটেই স্বাভাবিক নয়। আপনার সচেতনতায় ফিরিয়ে দিতে পারে আপনার প্রাণ, আপনাকে রাখতে পারে সুস্থ।

Comments