Home » জেলার খবর » ভাঙ্গা সেতু, আজও মেরামত হয়নি-নিম্নমানের কাজের অভিযোগ

ভাঙ্গা সেতু, আজও মেরামত হয়নি-নিম্নমানের কাজের অভিযোগ

খয়রাশোল :- ভাঙ্গা সেতু, নিম্নমানের কাজের অভিযোগ তুললো লোকপুরের ডেমুরটিটা গ্রামবাসী। অতিরিক্ত বৃষ্টি হলেই নদিতে বান আসে আর ব্রিজ ভেঙ্গে পড়ে । স্থানীয় বাসিন্দা জাকির মন্ডল ও কাজিরিইস উদ্দিন জানান ‘ প্রতি বছর ঠিক হচ্ছে নদিতে বান আসছে আর ভেঙ্গে পড়ছে,গ্রামের মানুষের কষ্টের শেষনেই, ভোগান্তি রোজকার মতো। তাদের আরোও দাবি ” জল না পাশ হওয়ার কারনেই ব্রিজ ভেঙ্গে পড়ে,তাই পাইপ বসিয়ে ব্রিজ মেরামত করা হোক।
ভিডিও ও তথ্যঃ সুদীপ্ত গঁড়াই
[uam_ad id=”3726″]

Comments