Home » জেলার খবর » জাল নোট পাচারকারী ধৃত

জাল নোট পাচারকারী ধৃত

বীরভূমের রাজনগরে খরিদ্দার সেজে দুই জাল নোট পাচারকারীকে ধরলো সি.আই.ডি.। তাদের কাছ থেকে প্রায় ৪৩ টি ২ হাজার নোট উদ্ধার হয়। ধৃতদের আজ আদালতে তোলা হবে। ধৃত দুই জনের নাম মুরসেদ খান ও নাসির খান।।। দুজনেরই বাড়ি ঝাড়খন্ডে।। তাদের থেকে একটি মোটর সাইকেলও পাওয়া গিয়েছে।
ছবি ও তথ্যঃ প্রসেনজিৎ মালাকার
[uam_ad id=”3726″]

Comments