Home » জেলার খবর » থানা হচ্ছে মল্লারপুরে

থানা হচ্ছে মল্লারপুরে


মল্লারপুর : দীর্ঘদিনের দাবির পর অবশেষে মল্লারপুরে হচ্ছে থানা। এই সংবাদে বেজায় খুশিতে মল্লারপুর বাসিন্দারা। এর আগে মল্লারপুরে একটি পুলিশ ফাঁড়ি ছিল, যেটি ময়ূরেশ্বর থানার অধীনস্ত ছিল। আর এখন সেই ফাঁড়িই পেল পূর্ণাঙ্গ থানার স্বীকৃতি। এখন আপাতত স্থায়ী স্থান না থাকায় থানার কাজকর্ম চালানোর কথা ভাবা হচ্ছে স্থানীয় কিষাণ মান্ডি অথবা মল্লারপুর হাইস্কুলেই। আগামী এপ্রিল মাসের মধ্যেই থানার কাজ শুরু হয়ে যাবে বলে জানা গেছে।
সূত্র – আনন্দবাজার পত্রিকা

Comments