Home » জেলার খবর » লরির চাকায় পিষ্ট স্কুল ছাত্রী

লরির চাকায় পিষ্ট স্কুল ছাত্রী

বীরভুমের নলহাটী থানার কোঠাতলা মোড়ের কাছে লরির তলায় পিষ্ট চতুর্থ শ্রেণীর ছাত্রী। নাম কহিনুর খাতুন (১০)।সকালে সাইকেলে করে টিউশান পড়তে যাওয়ার সময় লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে ওই ছাত্রী মারা যায়। স্থানীয় বাসিন্দারা ২ ঘন্টা পথ অবরোধ করে রাখে। পুলিশ এসে পথ অবরোধ তুলে নেয়। গাড়ির চালক ও খালাসিকে আটক করে নলহাটী থানার পুলিশ।
ছবি ও তথ্যঃ প্রীতম দাস


[uam_ad id=”3726″]

Comments