Home » জেলার খবর » কয়েকশো বছরের পুরাতন নবাবী আমলের রৌপ মুদ্রা

কয়েকশো বছরের পুরাতন নবাবী আমলের রৌপ মুদ্রা

বীরভূম ৫ জুলাইঃ-মাটি খুড়তেই উঠে এলো কয়েকশো বছরের পুরাতন নবাবী আমলের রৌপ মুদ্রা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানার গোবরা গ্রামে। পুলিশ কয়েকটি উদ্ধার করতে পারলেও আরো কিছু মুদ্রা উদ্ধার করতে পারেনি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গোব রা গ্রামে মাটি কাটা মেশিন দিয়ে জমি সংস্কারের কাজ করা হচ্ছিল মঙ্গলবার। ঐদিন বিকেলে ওই মাঠে খেলা করছিল কয়েকটি স্থানীয় বাচ্চা ছেলে। বৃষ্টির পর মাটি থেকে বেড়িয়ে যায় ওই প্রাচীন রৌপ্য মুদ্রা গুলি। ঘটনা স্থলে থাকা বাচ্চারা ভাগ করে নেয় কয়েক জন মিলে। বুধবার সেই খবর চাউর হতেই রাজ নগর থানার পুলিশ গোব রা গ্রামে যায়। বুড়ি মাল নামে এক মহিলার বাড়ি থেকে ৩ টি রৌপ্য মুদ্রা গুলি উদ্ধার করে নিয়ে আসেন। তার ছেলে মিলন ওই মুদ্রাগুলি নিয়ে এসেছিল। বুড়ি মাল জানায়, ছেলেরা খেলার সময় ওই মুদ্রা গুলি দেখতে পায়। কয়েক জিন মিলে সেগুলি ভাগ করে নিয়েছে। আমার বাড়িতে পুলিশ এসেছিল সেগুলি দিয়ে দিয়েছি।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments