Home » জেলার খবর » আমার কুটিরে নেতাজি সুভাষ চন্দ্র বসু

আমার কুটিরে নেতাজি সুভাষ চন্দ্র বসু

আমার কুটিরের গঠনের পিছনে রাজনৈতিক ভাবনা ছিল প্রথম থেকেই। বোলপুরের শান্তিনিকেতনের আগে খোয়াইয়ের উল্টো দিকে আমার কুটির। ১৯২৩ সালে স্বাধীনতা সংগ্রামী সুষেন মুখার্জি প্রতিষ্ঠিত এই আমার কুটির। ১৯৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয়দানের অন্যতম স্থান ছিল আমার কুটির, যার জন্য এই সময় ব্রিটিশদের নজরে আসে ও সুষেন মুখার্জিকে ১৯৩৭ সাল অবধি কারাগারে কাটাতে হয়। ১৯৩৮ সাল থেকে প্রাক্তন বিপ্লবীদের যোগদান শুরু হতে থাকে আমার কুটিরে। আরও সমৃদ্ধ হয় আমার কুটির। গঠনমূলক কাজের সাথে কৃষক ও শ্রমিকরা রাজনৈতিক সচেতন হতে থাকে। আর সে সময়ের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু পরিদর্শন করেন আমার কুটির। সময়টা ১৯৩৮ সাল। তিনি সমর্থন কুটিরের কার্যকলাপকে।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments