Home » জেলার খবর » নানুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা

নানুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা

নানুরের বেলুটি গ্রামের সরস্বতী পূজো। কথিত আছে মূর্খ কালী দাস এখানেই সরস্বতীর বর পেয়ে পেয়েছিলেন। পরবর্তী কালে মহাকবি কালী দাস নামে পরিচিত হন। এখানে সরস্বতী পূজা হয় নিত্য দিনের, রয়েছে মন্দিরও। গ্রামে কোন সরস্বতীর মূর্তি পূজা হয় না।দূরদূরান্ত থেকে ভক্তরা আসে পূজো করাতে। সেই অর্থে এখানে দেবীর কোন মূর্তিও নেই, দ্বিখন্ডিত শীলাই এখানে পূজীত হয়। শোনা যায় বর্গী আক্রমনের সময় মূর্তি ভেঙ্গে দেয়।তারপর থেকেই এই খণ্ডিত শীলাই দেবী সরস্বতী রূপে পূজিত হয়।
ভিডিও ও তথ্য পরিতোষ দাস।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments