Home » জেলার খবর » ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত শিশু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত শিশু

নলহাটি:ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হলো চার বছরের এক শিশু।এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে নলহাটি থানার সারদা গ্রামের ঘটনা।
স্থানীয়রা জানাই রাস্তা পেরোতে যাচ্ছিল সেসময় ইট বোঝাই একটা ট্রাক্টর ধাক্কা মারে শিশুটিকে ঘাটনাস্থানে মারা যাই শিশুটি।তারপর উত্তেজিত জনতা ট্রাকটির ওপর ভাঙচুর চালায়।পরে নলহাটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।ট্রাক্টরটিকে আটক করেছে নলহাটি থানার পুলিশ।চালক পলাতক।
মৃত শিশুর নাম অরূপ লেট । আজ সকালে অঙ্গনওয়ারী শিক্ষাকেন্দ্র থেকে খিচুরি নিয়ে ফিরছিল সে সময় দুর্ঘটনাটি ঘটে।
ভিডিও ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments