Home » কবিতা ও ছড়া » অঙ্গদান

অঙ্গদান

আসুন ,আমরা সবাই মৃত্যুর পর অঙ্গদানের অঙ্গীকার করে অন্য কোনও ব্যক্তিকে বাঁচতে সাহায্য করে যাই

এই বিশ্বে কেউ থাকবি না অমর,
কেউ জ্বলবি চিতায়, কেউ যাবি কবর।
সাধের শরীর হবে পঞ্চভূতে বিলীন,
সময়ের স্রোতে সব স্মৃতি হবে মলিন।।

কিন্তু যদি করিস অঙ্গদান
সমাজে তোর থাকবে অবদান।
বাঁচবি রে তুই সবার মাঝে,
প্রশংসিত হবি এই মহৎ কাজে।।

আয় আমরা সবাই ভাবি,
মরার আগে একটু জাগি।
বাঁচুক আরও শত শত প্রাণ,
বন্দিত হোক জীবনের জয়গান।।

করে যাই আমরা সবাই, অঙ্গদানের অঙ্গীকার
সবাই পাক ,এই সুন্দর প্রকৃতিকে উপভোগের অধিকার।

কাবু মন্ডল

Comments