Home » জেলার ইতিহাস » অন্য রথের কথা

অন্য রথের কথা

সাঁইথিয়ার এই রথ আদি রথ বা আদি রথ মন্দির। এই রথের গল্পটা একটু আলাদা।

rath 2016 (1) rath 2016 (2) rath 2016 (3) গল্পটা এমন – কথিত আছে বহু বছর আগেই এই রথ পরিক্রমায় বের হত, কিন্তু এখন আর তা হয় না। এর কারণ হিসাবে এখানকার মানুষের থেকে যা জানা গেল তা হল- কোন একসময় নাকি এই রথ অলৌকিক শক্তিবলে নিজেই পরিক্রমায় বেরিয়ে পড়ে ছিল। তাই তারপর থেকে আর এই রথের পরিক্রমা করানো হয়না। এবং এই রথ বেঁধে রাখা হয়।

::সাঁইথিয়া,
বীরভূম:-::::

ছবি ও তথ্য -হৃদয় বিওার

Comments