Home » কবিতা ও ছড়া » অপেক্ষা

অপেক্ষা

জানি না কেন !!
ঘুম আসে না আজকাল …
হয়তো চির অপেক্ষা;
ঘুমানোর কিংবা বেঁচে থাকার
অন্ধকারে ডাক দিলে,
পরিচিত ডাক যদি না পাই খুঁজে,
একলা সময়ের শুধু অপেক্ষা;
নিজের নাকি তোর…
নাহ ..!!! আজও আছি বসে
সেই পুরোনো জাল জোড়া জানলায়…
কই আজতো এখনও ডাকেনি কেউ..
চন্দ্রবিন্দুর চাঁদ কোথায় …!!!
জানি না, বোধ হয়
পালিয়েছে ছেড়ে , রাতের
অন্ধকারে…
হাফিয়ে ওঠা ল্যাম্পপোস্টের আড়ালে
নিয়েছে অনধিকার আশ্রয়..;
শেষ আশ্রয় …!!!

নিজস্ব লেখা –  প্রশান্ত রায়

Comments