Home » জেলার খবর » প্যারালিম্পিক জয়ীদের সংবর্ধনা

প্যারালিম্পিক জয়ীদের সংবর্ধনা

আজ রামপুরহাট পুলিশের পক্ষ থেকে ডাঃ অচিন্ত্য চক্রবর্তীর উদ্যোগে প্যারালিম্পিক জয়ী শামীমা, সাইনা ও রেস্মিতাকে সম্বর্ধনা ও আর্থিক সাহায্য করলেন রামপুরহাট থানার এস.আই. শেখ ইসরাইল মহাশয়।
কিছু দিন আগে রাজস্থানে উদয়পুরে প্যারালিম্পিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।সেখান থেকে সাঁতার প্রতিযোগিতায় সোনা জয় করেছিলেন নলহাটির শামীমা খাতুন। এছাড়া আরো দুই প্রতিযোগী রেস্মিতা মাল ও সাইনা খাতুন একটি করে ব্রোঞ্জ পদক জয় করেন ।রামপুরহাট স্টেশনে আসার পর সেখানেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ ফের রামপুরহাট থানার পক্ষ থেকে এদের কে সংবর্ধনা ও কিছু আর্থিক সাহায্য তুলেদিলেন এস.আই. ইসরাইল মহাশয়।
ছবি ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments