Home » জেলার ইতিহাস » পাঠশালা পাড়ার ঐতিহ্যবাহী সরস্বতী পূজা

পাঠশালা পাড়ার ঐতিহ্যবাহী সরস্বতী পূজা

শতাব্দী প্রাচীন পূজার কিছু কথা।
মা দুর্গা, মা সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব ও জয়া – বিজয়ার পূজা নিয়ে এই সরস্বতী পূজা।
সিউড়ি শহর থেকে তিন কিলোমিটার দূরে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পাড়া। বহুবছর আগে এখানে ছিল একটি ‘পাঠশালা’ । যেখান থেকেই পাড়ার নাম পাঠশাল পাড়া হয়েছে বলে অনুমান করা হয়। আর এই সরস্বতী পূজা সেই পাঠশালা থেকেই শুরু হয়েছিল, যা আজও নিষ্ঠার সাথে চলে এবং আশাবাদী আগামী দিনগুলোতে একই ভাবে চলতে থাকবে।


চ্যাটার্জী পরিবার যারা এসেছিলেন দেওঘর থেকে তারাই পরবর্তী কালে পাঠশালার এই পূজার দায়িত্বভার গ্রহণ করেন।


মন্দিরটি যা আনুমানিক ২৫০ বছরের পুরাতন, এটি বর্তমানে পাঠশালা পাড়ার বাসিন্দাদের দ্বারা নতুন ভাবে সজ্জিত ও সংস্কারের মাধ্যমে বেশ আকর্ষণীয়।

ছবি :- তাপস মুখোপাধ্যায়
পাঠিয়েছেন :- অনির্বান চ্যাটার্জী

Comments