Home » জেলার খবর » বাইক দুর্ঘটনায় মৃত ২

বাইক দুর্ঘটনায় মৃত ২

পাঁড়ুই: গতকাল ২০/০৫/১৭, সিউড়ি ও বোলপুর রাস্তায় পাঁড়ুইএর কাছে বাইক দুর্ঘটনায় মারা গেলেন দুজন যুবক। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা তারা দুজনে একই বাইকে বসে যাচ্ছিল, হঠাৎ সামনে বড় বাঁক থাকায় সামলাতে না পেরে সজোড়ে ধাক্কা মারে একটি গাছে। ধাক্কার পর ঘটনাস্থলেই মারা যান একজন, অন্যজনকে সিউড়ি সদর হাসপাতালে আনার সময় মাঝ পথে মারা যান। মৃতদের মধ্যে একজনের বাড়ি সিউড়ি, নাম দীপ মুখার্জী, দ্বিতীয় জনের বাড়ি বেনারস। তিনি সিউড়ি আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
এমন ভয়াবহ দুর্ঘটনায় দুটি তরতাজা প্রান চলে যাওয়ায় সকলের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।।

দীপ মুখার্জী, সিউড়ি।।

 

তথ্যঃ অপু

Comments