Home » জেলার খবর » রাওতারার গরমজলের পর্যবেক্ষণে বিজ্ঞানমঞ্চ

রাওতারার গরমজলের পর্যবেক্ষণে বিজ্ঞানমঞ্চ

বীরভূমের চন্দ্রপুর পেরিয়ে রাওতারা গ্রাম যেতে একটি ব্রীজের কাছে নদীর একটি বিশেষ জায়গা থেকে গরম জল নির্গত হচ্ছে বিষয় টি সরে -জমিনে দেখতে আজ সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ পৌঁছে যায় ওই স্থানে। নদীর জলের বিভিন্ন জায়গার তাপমাত্রা সাথে সংশ্লিষ্ট স্থানের তাপমাত্রা পরিমাপ করে। নদীর অনান্য স্থানের তাপমাত্রা যেখানে ২০ ডিগ্রী সেলসিয়াস সেখানে ওই স্থানে সর্ব্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস মত। ph পেপার দিয়ে জলটি পরীক্ষা করে দেখা যায় সেটি সাধারন জল মত পাঠ দিচ্ছে। আরও পরীক্ষা জন্য জলের নমুনা সংগ্রহ করে নিয়ে আসে। এলাকার সাধারণ মানুষকে ঘটনার পেছনে থাকা বিজ্ঞানের সম্ভাব্য কারণগুলি তুলে ধরে। বিজ্ঞানকর্মী শিক্ষক শুভাশিস গঁড়াই বলেন, “আমাদের নজরে এসেছে কিছু স্বার্থান্বেষী মানুষ সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতিষ্ঠানিক ব্যবসার রূপ দেবার চেষ্টা করতে শুরু করেছে। প্রসাশনের প্রতি আবেদন অতি দ্রুত সংশিষ্ট দপ্তরের বিশেষজ্ঞ দল পাঠিয়ে বিষয় টি দেখভাল করুন।”
ছবি ও তথ্যঃ অভিক মিত্র

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments