Home » জেলার খবর » পি সি চন্দ্রে ডাকাতির কিনারা

পি সি চন্দ্রে ডাকাতির কিনারা


সিউড়ি : এই মাসের বড়সড় চুরির ঘটনা ঘটেছিল সিউড়ির পি.সি.চন্দ্র জুয়েলার্স, আর সেই চুরির ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের বড় সফলতা। চুরির ঘটনায় গ্রেফতার করা হল একজনকে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। সঙ্গে উদ্ধার হল ২ কেজি সোনা ও হীরে।
খবরসূত্র – ইটিভি নিউজ

Comments