Home » কবিতা ও ছড়া » কবিতা

কবিতা


“কবিতা” তোমায় দিলাম আমার প্রতিটা দিন,
“কবিতা” ,তুমি আছো তাই জীবন আজও রঙিন।
হাসি, দুঃখে সুযোগ পেলেই তোমায় আঁকড়ে ধরি,
সংসারী হয়েও তোমার প্রেমে আজও জড়িয়ে পড়ি।
“কবিতা “তুমি একান্তই আপন যেন মনের আয়না
কতো শত গোপন কথা, তোমাকে লুকানো যায় না।
তুমি অতিথি, আসো সময়ে অসময়ে মানসপটে বারবার
তোমায় ছেড়ে বেঁচে থাকা, নেই সাধ্য আমার।
“কবিতা” তুমি জাগাও সুপ্ত হৃদয়কে, দাও নব উদ্দীপনা
“কবিতা” তুমি প্রতিবাদীর হাতিয়ার, করো বিদ্রোহের ঘোষণা।
“কবিতা” তুমি আজও ভাঙছো অভিমান, জুড়ছো অচেনা মন
কবিতা তোমায় ভেবে কাটছে সময়, কতো ভাবুকের সারাক্ষন।
“কবিতা” তুমি এইভাবেই থেকো ব্যর্থতায়, আনন্দে ,চোখের নোনা জলে
তোমায় নিয়েই মিশে যাই যেন এই প্রকৃতির কোলে।
বিষ্ণু মন্ডল
“আন্তর্জাতিক কবিতা দিবসে”সকলকেই শুভেচ্ছা জানাই

Comments