Home » জেলার খবর » পথ দুর্ঘটনায় মৃত এক

পথ দুর্ঘটনায় মৃত এক

সিউড়ি বোলপুর রাস্তায় সলখানা মোড়ে আজ সন্ধ্যায় দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সূত্র থেকে জানা গিয়েছে মৃত আরোহীর নাম গৌতম মন্ডল। বাড়ি পাতরা গ্রামে। কর্মসূত্রে সিউড়িতে স্যামসং সার্ভিসে নিযুক্ত ছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সে। চাইনা ট্রলির সাথে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা। দুর্ঘটনায় মাথায় জোর আঘাত লাগে এবং খুবই অল্প সময়ের মধ্যেই মৃত্যু ঘটে।
ছবি ও তথ্যঃ শুভদীপ পাল
[uam_ad id=”3726″]

Comments