Home » জেলার খবর » পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ

পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ

পঞ্চায়েতের একটি সংসদে গত দু’বছরে ১৯ লাখ টাকা তছরূপের অভিযোগ উঠল। প্রতিবাদে গ্রামবাসীরা আজ সিউড়ি এক নম্বর ব্লকে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখালেন। গ্রামবাসীদের অভিযোগ, আলুন্দা পঞ্চায়েতের ৮ নম্বর সংসদে কোনও কাজ না করেই রাস্তা, নিকাশি নালা, পুকুর কাটার নামে ১৯ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই সংসদের গ্রাম পঞ্চায়েত সদস্য সান্ত্বনা বাগদির এলাকায় এই আর্থিক তছরূপকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এই সংসদে পুকুর সংস্কারের নামে ২০১৫-১৬ আর্থিক বছরে ২ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা এসেছিল। কিন্তু গতবছর ফেব্রুয়ারিতে কাজের হিসাব দিয়ে সেই টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। একইভাবে তালবোনা থেকে ক্যানেল শাখা পর্যন্ত মাটি ভরাটের জন্য ১ লাখ ৩ হাজার টাকা গতবছর মে মাসে তুলে নেওয়া হয়েছে। অভিযোগ, দুটি ক্ষেত্রে কোথাও কোনও কাজ হয়নি। পাশাপাশি নালা সংস্কারের কাজে গ্রামের বহু শ্রমিক গত দু’বছরে টাকা না পাওয়ার অভিযোগ তোলেন। শ্রমিকদের কথায়, তিনদিন কাজ করিয়ে পাঁচদিন কাজের কথা লিখিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই তিনদিনের কাজের টাকাও মিলছে না। পঞ্চায়েত দপ্তর থেকে আলুন্দা গ্রাম পর্যন্ত, ৫ লাখ ৩ হাজার টাকার বেশি খরচ দেখানো হয়েছে। লক্ষ্মণ কর্মকার, সাধন মাহারা, অভিজিৎ বীরবংশী, সঞ্জীব বাগদি নামে চার সুপারভাইজ়ারের নামে অভিযোগ উঠেছে। আলুন্দা পঞ্চায়েত প্রধান সুষমা মাহারা বলেন, “অভিযোগ পেয়েছি। BDO-কে এই ঘটনায় তদন্তের দাবি জানাব”।
ভিডিও ও তথ্যঃ জয়ন্ত মন্ডল
[uam_ad id=”3726″]

Comments