Home » জেলার খবর » প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে

প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে

 

মাননীয় জেলাশাসক মহাশয়ের প্রচেষ্ঠায় ও নির্দেশে কদমডাঙ্গা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি এই বছরের পাথর চাপুড়ি মেলাকে প্লাস্টিকমুক্ত রাখার চেষ্টায় ব্রতী হয়েছিল। মেলা শুরু আগে এবং মেলা চলাকালীনও তারা সমস্ত অঞ্চল থেকে প্লাস্টিকের বর্জিত জিনিসপত্র সংগ্রহ করে নিদির্ষ্ট স্থানে নষ্টের কাজ চালিয়ে যান। মেলার মধ্যে কোনো রকম প্লাস্টিক দ্রব্য যেন ব্যবহার না করা হয় সেদিকেও দৃষ্টি ছিল। মানুষের মধ্যে প্লাস্টিক জাত দ্রব্যের পুনর্ব্যবহার গতি আনতে বারবার মাইকের মাধ্যমে ও বিভিন্ন রকম পোস্টারের মাধ্যমে সচেতনার বার্তা পৌঁছানোর চেষ্টা চালানো হয়।

এখানে সেই সকল কিছু ছবি তুলে ধরা হল।

তথ্যঃ রবিউল ইসলাম


Comments