Home » জেলার খবর » হেলমেট বিহীন চালককে গোলাপ ও চকলেট,হেলমেট পড়তে অনুরোধ

হেলমেট বিহীন চালককে গোলাপ ও চকলেট,হেলমেট পড়তে অনুরোধ

পথ নিরাপত্তা সপ্তাহ পালন  মল্লারপুরে

চিলড্রেন প্যারাডাইস শিশু নিকেতনের ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের পক্ষ থেকে ও মল্লারপুর থানার সহযোগিতায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলেন।

আজ সকালে চিলড্রেনস প্যারাডাইস স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষিকারা হাতে ফ্লাগ নিয়ে গোটা মল্লারপুর বাজার ঘুরে বাহিনা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে হেলমেট বিহীন মানুষদের দাঁড় করিয়ে হাতে একটা গোলাপ ফুল ও একটা করে চকলেট দিয়ে মাথায় হেলমেট পড়ার আবেদন করেন। হেলমেটের কি গুরুত্ব, সেটা স্কুলের ছাত্রছাত্রীরা মানুষকে বোঝান ও মদ্যপান অবস্থায় কেউ গাড়ি চালাবেন না এতে জীবনের ঝুঁকি হতে পারে।
উপস্থিত ছিলেন চিলড্রেনস প্যারাডাইস স্কুলের শিক্ষিকারা ও মল্লারপুর থানার জাইদুল মহাশয়, গ্রামীন পুলিশ মহাদেব ভট্টাচার্য ও পুলিশ কর্মীরা।
মল্লারপুর থেকে ভিক্টর।।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments