Home » জেলার খবর » জাতীয় সড়কে পর পর দুর্ঘটনা

জাতীয় সড়কে পর পর দুর্ঘটনা

২১ জুনঃ- পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের জখম প্রায় ২৫ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ঘটনাগুলি ঘটে বুধবার সকালে সদাইপুর থানার ৬০ নম্বর রানীগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের বক্রেশ্বর তাপ বিদ্যুতের কাছে দুটি যাত্রী বোঝায় বেসরকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দুটি বাসের চালক সহ প্রায় ২৪ জন জখম হয়। দুটি বাসের চালকদের অবস্থা গুরুতর। অন্যদিকে দুবরাজপুর শহরে বেলা ১১ টা নাগাদ দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ফর্জুদ্দিন আলি(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের বাড়ি খয়রাসোল থানার ইদিলপুর গ্রামে। এদিন বাড়ি ফেরার পথে দুব রাজপুর শহরের দরবেশ পাড়াতে দুটি মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটর বাইকের চালক গুরুতর জখম। দুটি দুর্ঘটনার জখম সকলে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments