Home » অন্যান্য » বিয়েই নতুনত্বের ছবি

বিয়েই নতুনত্বের ছবি

গতানুগতিক বিয়ের বাইরে একেবারে নতুনত্ব এক বিয়ের ছবি। বীরভূমের সিউড়ির কড়িধ‍্যা গ্রামের এক বিয়ের ছবি। হ্যাঁ প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ের ছবি। সিনেমার সেই এক সময়ের মনকারা জুটি। কতই সিনেমায় এই জুটিতে বক্স অফিস দাপিয়ে বেরিয়ে এক সময়। তবে এখন যে বিয়ের কথা বলা হচ্ছে সেটা আসলে ওই সিনেমার প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির নয় অথবা কোন নতুন সিনেমারও নয়। এই জুটি একেবারে বাস্তবের, ৫-৬ বছরের প্রেমের পরিণতি সিনেমার জুটির মতোই। তাহলেও বাস্তবের এই প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ের ঝলক বা নতুনত্বে অবশ্যই সিনেমার থেকে কিছু কমও নয়।

বাংলা সিনেমার বিখ্যাত জুটি এখন যেন সিউড়ির পাশের গ্রামের। পাত্র পাত্রী নামের জোড়েই ভাইরাল এই বিয়ে।

নিমন্ত্রণ পত্রে প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ে পড়ে চমকে যাওয়ার মতোই। তবে এ প্রসেনজিৎ কড়িধ‍্যা গ্রামের সেন পাড়ার আর পাত্রী ঋতুপর্ণা পাশের মাঝ পাড়ার।

এতক্ষন তো গেল নামের নতুনত্বে। কিন্তু তাহলে বিয়েতে নতুনত্ব কোথায়? হ্যাঁ সেটাও আছে। পাত্র চেয়েছিলেন, বিয়ে যখন একবারই করতে হবে, তখন ঘোড়ার গাড়িতে করে কেন নয়! আর যেই ভাবা অমনি মুর্শিদাবাদ থেকে চলে এলো ঘোড়ার গাড়িও। আর এমন একটা বিয়ে হয়েগেল গত শনিবার অর্থাৎ  এগারোই ফাল্গুন। সারা রাস্তা নাচ গানে চললো বিয়ের বরযাত্রী, রাস্তায় ভিড় ঘোড়ার গাড়ি দেখতে আর বিয়ে চমক দিল নাম – প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ে।

Comments